রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশি ইমাম হত্যা

যুক্তরাজ্যে যুবকের যাবজ্জীবন

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যে যুবকের যাবজ্জীবন

মোহাম্মদ হোসেন সাঈদী

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিনকে হত্যার দায়ে মোহাম্মদ হোসেন সাঈদী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত। তার বিরুদ্ধে ইমামকে হত্যায় অংশ নেওয়ার প্রমাণ মিলেছে। সূত্র : বিবিসি। আদালতের রায় অনুযায়ী, ২১ বছর বয়সী মোহাম্মদ হোসেন সাঈদীই হামলা চালান জালাল উদ্দিনের ওপর। জানা গেছে, হত্যাকাণ্ডের কয়েক দিন পর যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্কে যান সাঈদী। পরে সেখান থেকে সিরিয়া যান। আইনজীবীরা জানান, আদালতের রায় অনুযায়ী তাকে ন্যূনতম ২৪ বছর সাজা ভোগ করতে হবে। তারা বলেন, জালাল উদ্দিন রোগ সারাতে যে ইসলামী পন্থা চর্চা করতেন আইএস তাকে ‘ব্ল্যাক ম্যাজিক’ হিসেবে দেখে এবং তারা মনে করে, যারা এর চর্চা করে তাদের কঠিন শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড প্রাপ্য। আদালতে আইনজীবীরা জানান, ঘটনার পর গোয়েন্দারা সাঈদীর রচডেলের বাসা থেকে আইএসের প্রচারণামূলক অনেক কিছু উদ্ধার করেন। আদালতে উপস্থাপিত একটি ছবিতে জালালিয়া মসজিদের বাইরে আইএসের পতাকার মতো একটি পতাকা ধরে সাঈদীকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ম্যানচেস্টারের রচডেলের একটি শিশু পার্কে হামলায় নিহত হন জালাল উদ্দিন। তার মাথা ও মুখে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

সর্বশেষ খবর