রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনের ইতিহাসে কলঙ্ক যুক্ত করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের ইতিহাসে কলঙ্ক যুক্ত করেছে ইসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান (অব.) বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন হতে হবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের নির্বাচন কমিশনের মতো শক্তিশালী। যারা কোনো চাপের মুখেই মাথা নত করবে না। আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও ধমক দিতে দ্বিধা করবে না। কিন্তু এই ইসি নির্বাচনের ইতিহাসে কলঙ্ক যুক্ত করেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে নতুন নির্বাচন কমিশন নিয়োগের বিষয়ে আলাপকালে তিনি এ কথা বলেন। লে. জে. মাহবুব (অব.) বলেন, এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, যে কমিশন মানুষের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দিতে পারবে এই জাতিকে; যা কখনই ৫ জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের মতো কলঙ্ক বয়ে এনে আরেকটি অবৈধ সরকারের জন্ম দেবে না। তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই কমিশনের সদস্যদের নিয়োগ দিতে হবে। যোগ্যতায় যারা হবেন ন্যায়পরায়ণ ও সর্বজনগ্রহণযোগ্য।

বিএনপির এই নীতিনির্ধারক অবিলম্বে ‘রকিব কমিশনের’ অপসারণ দাবি করে বলেন, যত তাড়াতাড়ি এই কমিশন চলে যায়, ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। কারণ, এরা শুধু সর্বক্ষেত্রে ব্যর্থই নয়, মানুষের আস্থা হারিয়ে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক কলঙ্ক যুক্ত করেছে। ৫ জানুয়ারির বিনা ভোটের অবৈধ সরকারের আজ্ঞাবহ ও মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশনকে এ দেশের মানুষ আর এক মুহৃর্তের জন্যও দেখতে চায় না।

সর্বশেষ খবর