সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার

—অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির তদন্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। ওই দিন পূর্ণাঙ্গ প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। এর আগে ‘দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিবেদন আমার হাতে আছে। নির্ধারিত দিনে তা জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন, তবে তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়টি বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে ব্যাখ্যা করবে। উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে সর্বশেষ জানিয়েছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়।  অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের শেষ দিকে ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল’ গঠন করা হবে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বর্তমানে দেশের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে। আমরা চাই এটা এভাবেই চলুক।

সর্বশেষ খবর