সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিজের জীবন দিয়ে শিশুপুত্রকে বাঁচালেন মা

কুষ্টিয়া প্রতিনিধি

দুই নৌকার সংঘর্ষে তিন বছরের শিশুসন্তান নিয়ে নদীতে পড়ে যান মা তানজিলা খাতুন (২৮)। এ সময় তিনি নদীর স্রোতে তলিয়ে গেলেও দুই হাতে পানির ওপরে উঁচু করে রেখেছিলেন আদরের সন্তানকে। অন্য নৌকার মাঝিরা ছুটে এসে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও মারা যান মা তানজিলা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী এলাকায় পদ্মা নদীতে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে পদ্মা নদীতে নাটোরের লালপুর উপজেলার বিলমারীগামী একটি নৌকার সঙ্গে উল্টো দিক থেকে আসা আরেকটি নৌকার সংঘর্ষ হয়। এতে বিলমারীগামী নৌকাটি ডুবে যায়। এ সময় ওই নৌকার যাত্রী ও মাঝি মাল্লারা অন্য নৌকায় উঠে প্রাণ বাঁচালেও তানজিলা খাতুন নামে এক গৃহবধূ নদীতে ডুবে মারা যান। ডুবে যাওয়া নৌকার যাত্রী চাঁদনী সুলতানা রিক্তা জানান, তানজিলা পানিতে পড়ে যাওয়ার পর যখন ডুবে যাচ্ছিলেন তখনো তার তিন বছরের শিশুসন্তানকে দুই হাতে পানির ওপর উঁচু করে ধরে রেখেছিলেন। এ সময় নৌকার মাঝিরা শিশুটিকে জীবিত উদ্ধার করতে পারলেও মারা যান মা তানজিলা। তিনি নাটোরের লালপুর উপজেলার বিলমারী গ্রামের জালেব আলীর স্ত্রী।

সর্বশেষ খবর