সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চামড়া শিল্প ধ্বংসের পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক

চামড়া শিল্প ধ্বংসের পাঁয়তারা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ট্যানারি মালিকরা পরস্পর যোগসাজশের মাধ্যমে দেশীয় চামড়া শিল্প ধ্বংসের হীন পাঁয়তারা করছে ও অসহায় গরিবদের হক নষ্টে মেতে উঠেছে। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান   অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পীর চরমোনাই বলেন, কোরবানির পশুর চামড়ার আর্থিক মূল্যে এতিম, গরিব, অসহায় মানুষের হক রয়েছে। এবার প্রতি বর্গফুট গরুর চামড়া থেকে ৫৫ টাকা গরিবের হক কেড়ে নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কওমি মাদ্রাসাগুলো। পীর চরমোনাই বলেন, তৌহিদী জনতার সেন্টিমেন্টকে পাশ কাটিয়ে একতরফাভাবে শিক্ষানীতি ও শিক্ষাআইন চূড়ান্ত করলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

সর্বশেষ খবর