মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ ইস্যু বিএনপি নির্মূলে ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ ইস্যু বিএনপি নির্মূলে ব্যবহার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জঙ্গিবাদ ইস্যু বিএনপি নেতা-কর্মীদের নির্মূলে ব্যবহার করছে সরকার। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের নামে প্রশাসনিক কমিটি গঠন করে সরকার বিএনপি নেতা-কর্মীদের চরমভাবে হয়রানি করছে। গতকাল বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা  বলেন, আসলে জঙ্গি নির্মূল নয়, বরং জঙ্গিবাদের নাম করে সরকার বিএনপিকে নির্মূল করতে চায়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, এম আউয়াল খান, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার নামে সরকার শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করে প্রশাসনিক কমিটি গঠন করেছে। অথচ জনআকাঙ্ক্ষা ছিল— দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টি করে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা। বিএনপির এই নেতা বলেন, প্রশাসনিক কমিটি দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। অবাধ গণতন্ত্র এবং নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ্যমেই কেবল দেশে বিরাজমান সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। তিনি অভিযোগ করে বলেন, সরকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। উগ্র ও জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদের আটক না করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি সব সময়ই উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে। অতীতেও বিএনপি ক্ষমতায় থাকাকালে জঙ্গিদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করেছে। দলের এই নীতিনির্ধারক বলেন, দেশে জনগণের মৌলিক অধিকার না থাকায় উগ্রবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান সরকারকে ভোটারবিহীন নির্বাচনে গঠিত সরকার উল্লেখ করে তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে উগ্র ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব। ঈদের আগে ও পরে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

সর্বশেষ খবর