Bangladesh Pratidin

ফোকাস

  • এমপি বদিসহ মাদকের সাথে যেই জড়িত থাক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের
  • ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন
  • প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্ক ; এবার ভেনেজুয়েলার দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
  • পৃথিবীর হয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে না, রুহানির হুঙ্কার
  • ডিএসসিসির নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে মাংস বিক্রির অভিযোগ
  • তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাদকবিরোধী অভিযানে পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৮
গণতন্ত্র চর্চায় সহনশীল হতে হবে
নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র চর্চায় সহনশীল হতে হবে

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, গণতন্ত্র চর্চায় সবাইকে সহনশীল হতে হবে। দেশের উন্নয়ন শান্তি ও নিরাপত্তার জন্য একযোগে কাজ করতে হবে। যে রাজনীতি জনজীবনকে স্তব্ধ করে জীবনের সংশয় সৃষ্টি করে- সেই রাজনীতি কাম্য হতে পারে না। গতকাল বনানীর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময়  পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মেজর খালেদ আখতার (অব.), নুরুল ইসলাম নুরু, সুমন আশরাফ, জাহিদ বিপ্লবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, চাঁদাবাজি, হরতাল ও অবরোধে কখনোই বিশ্বাস করেনি। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবিলায় একযোগে সবাইকে কাজ করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ নিরসনে ব্যর্থতার কোনো অবকাশ নেই। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন,  নির্বাচন যখনই হোক- এখন থেকেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে চাই। প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল থেকে দলকে সংগঠিত করার পাশাপাশি আগাম প্রার্থী বাছাইয়ের কাজটিও এগিয়ে রাখতে সাংগঠনিক সফর শুরু করা হচ্ছে। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ১ অক্টোবর থেকে সাংগঠনিক সফর শুরু করবেন। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। তিনি বলেন, ’৯০-এর পর দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের আত্মপ্রকাশ ঘটেছে। জাতি হিসেবে এটা আমাদের কাম্য নয়। এ পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী- তা খুঁজে বের করতে হবে। 

এই পাতার আরো খবর
up-arrow