বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শোলাকিয়ায় ৫৪ ধারায় গ্রেফতার ৫ জনকে অব্যাহতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছালাম খান গতকাল এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এ পাঁচ আসামির বিরুদ্ধে জঙ্গি হামলায় জড়িত থাকার তথ্যপ্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই ইমরান আদালতে তাদের অব্যাহতির আবেদন করেন। বিচারক  আবেদন গ্রহণ করে আসামিদের মামলা থেকে অব্যাহতি প্রদানের আদেশ দেন। প্রত্যেককেই এ সময় আদালতে হাজির করা হয়। ৭ জুলাই ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য, স্থানীয় এক গৃহবধূ ও এক হামলাকারী নিহত হন। এ ঘটনায় পুলিশ ১১ জুলাই পাঁচজনকে কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তারা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার আবদুল জলিলের ছেলে তারা মিয়া, কিশোরগঞ্জের বাজিতপুরের শামছুদ্দিনের ছেলে সোহেল, কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশার মাহবুবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম হাসিব, বয়লা তারাপাশা এলাকার আবদুল হাইয়ের ছেলে আছান উল্লাহ ও করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মামুনুর রশিদ মামুন।

সর্বশেষ খবর