বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আফগানিস্তান আসছে আজ, হবে তিন ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান ক্রিকেট দল আজ বিকাল সাড়ে ৪টায় এসে পৌঁছাবে। ২৩ সদস্যের দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে উঠবে। দলে ১৫ জন ক্রিকেটার এবং বাকি ৯ জন কোচিং স্টাফ।  আফগানরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশ ক্রিকেটাররাও একই হোটেলে উঠবেন। ইংলিশ ক্রিকেটারদের মতো আফগান ক্রিকেটারদেরও দেওয়া হবে কঠোর নিরাপত্তা। আফগানিস্তান দলের নিরাপত্তা সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান মেজর (অব.) হোসেন ইমাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘আমরা আফগানিস্তানকে সর্বোচ্চ নিরাপত্তাই দেব। এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি হবে না। ইংল্যান্ডের জন্য আমরা যেমন নিরাপত্তা দেওয়ার কথা বলেছি একই রকম নিরাপত্তা দেব আফগানিস্তান দলকেও।’ আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনের অংশ হিসেবে গতকাল বিকালে দুই গ্রুপে বিভক্ত হয়ে টাইগাররা ফুটবল খেলে। তারপর ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেন মাশরাফিরা। আফগানিস্তান সিরিজের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষা। তাই প্রস্তুতিটা এখনই সেরে নিচ্ছেন টাইগাররা। গত বছর ওয়ানডেতে বাংলাদেশ দারুণ সাফল্য পেলেও অনেক দিন থেকেই আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল দল। তাই দীর্ঘ সময় পর নতুন করে মানিয়ে নিতে কষ্টই হতে পারে। সে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ দল। তা ছাড়া র‌্যাঙ্কিংয়ের বিষয়টি তো মাথায় থাকবেই। ছোট দলের বিরুদ্ধে জিতলে খুব বেশি লাভ হয় না। তবে হারলে অনেক বড় ক্ষতি। কিন্তু বাংলাদেশ দল যদি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে যায় সেক্ষেত্রে সাত নম্বর থেকে র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগ রয়েছে। সব কিছু চিন্তা করেই আফগানদের বিরুদ্ধে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাশরাফিরা। তা ছাড়া আফগানিস্তান এখন অনেক শক্তিশালী। তারা জিম্বাবুয়েকে তাদের মাটিতে গিয়ে সিরিজে পরাজিত করেছে। তাই আফগানদের হালকা করে দেখার কোনো সুযোগ নেই।

সর্বশেষ খবর