বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কেউই রেহাই পাবে না, সবাই ঐক্যবদ্ধ হোন : আশরাফ

নিজস্ব প্রতিবেদক

কেউই রেহাই পাবে না, সবাই ঐক্যবদ্ধ হোন : আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যদি জঙ্গি-সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যায় তবে কেউই রেহাই পাব না। আওয়ামী লীগও পাবে না, বিএনপিও পাবে না। সুতরাং সবাইকে জঙ্গি দমনে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গি দমন করা সবার দায়িত্ব। জঙ্গি দমন শুধু আওয়ামী লীগের নয়, সমগ্র জাতির দায়িত্ব। জঙ্গি যেই থাকুক, যেই দলেই থাকুক, যেখানেই থাকুক— এ সরকার তাদের রেহাই দেবে না। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব এ কথা বলেন। মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সংবিধানের অংশ। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক পদক্ষেপের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া যে রাজনৈতিক কৌশল নিয়েছেন, তা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অংশ নয়। ষড়যন্ত্র করা, কূটচাল করা, জঙ্গিদের লেলিয়ে দেওয়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অংশ না। আশা করি তারা আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে। গণতন্ত্রকে আরও এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে। জঙ্গি নির্মূলের নামে সরকারবিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বিএনপির এমন অভিযোগ বিষয়ে তিনি বলেন, যাদের হয়রানি করা হচ্ছে, তারা জঙ্গি। দু-চারজন জঙ্গি বিএনপিতে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতেই পারে।  বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে। শক্তিশালী বিরোধী দল না থাকায় আওয়ামী লীগ শূন্যতা অনুভব করছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের (বিএনপি) বলুন নির্বাচনে অংশ নিতে। তারা নির্বাচনে অংশ নিক। সেখানেই প্রমাণ হবে কার জনপ্রিয়তা আছে কি নেই। জনগণ সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ খবর