বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

উন্নয়ন যেন জনকল্যাণে লাগে

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন যেন জনকল্যাণে লাগে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যে উন্নয়ন সাধারণ মানুষের কল্যাণে আসে না বা সামর্থ্যের অভাবে ভোগ করতে পারে না— তা কখনো সার্বজনীন হতে পারে না। তাই স্বাস্থ্য খাতের উন্নয়ন হতে হবে চাহিদাভিত্তিক। জনগণের সামর্থ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর। উন্নয়ন করলেই হবে না, তা যেন জনগণের কল্যাণে লাগে, সেদিকে দৃষ্টি দিতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রপতি। চিকিৎসকদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, আপনারা অনেক কষ্ট করে ও ত্যাগের বিনিময়ে ডাক্তার হয়েছেন এবং আজকের অবস্থানে পৌঁছেছেন। কিন্তু আপনাদের বর্তমান অবস্থানে পৌঁছাতে সাধারণ মানুষের অবদানও কম নয়। তাই সমাজের প্রতি আপনাদের যথেষ্ট দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। রাষ্ট্রপতি বলেন, একটা কথা মনে রাখতে হবে, এ দেশের অনেক মানুষেরই উন্নত চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্য নেই। তাই তাদের জন্য কম খরচে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিআইর সভাপতি অধ্যাপক আফজালুর রহমান। আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব এম ইকবাল আর্সলান ও বিএসসিআইর মহাসচিব কায়সার নাসরুল্লাহ খান।

সর্বশেষ খবর