Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৩
বিশ্বব্যাংক ভারত প্রধান বাংলাদেশি জুনাইদ
কলকাতা প্রতিনিধি
বিশ্বব্যাংক ভারত প্রধান বাংলাদেশি জুনাইদ

ভারতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জুনাইদ কামাল আহমাদ। এই পদে রুহলের স্থলাভিষিক্ত হলেন জুনাইদ। ভারতের রাজধানী দিল্লিতে গত চার বছর ধরে এই পদে দায়িত্ব সামলে আসছিলেন রুহল। এর আগে বিশ্বব্যাংকের গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশি নাগরিক জুনাইদ। সেখান থেকে নতুন এই পদে উন্নীত হলেন জুনাইদ। বিশ্বব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন অর্থনীতিবিদ হিসেবে জুনাইদ বিস্তৃত উন্নয়নমূলক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ১৯৯১ সালে একজন তরুণ পেশাদার হিসেবে বিশ্বব্যাংকে যোগদান করার পর তিনি আফ্রিকাতে এবং পূর্ব ইউরোপে অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন’।

এই পাতার আরো খবর
up-arrow