বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আবার গোলাগুলি কাশ্মীরে নিহত ১০

প্রতিদিন ডেস্ক

জম্মু-কাশ্মীরের সীমান্ত অঞ্চলে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের সময় বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত হয়েছেন। গতকাল এ ঘটনায় এক ভারতীয় সেনা আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে উরি শহরের সেনা ব্রিগেড সদরে হামলা চালিয়ে ভারতীয় ১৭ সেনাকে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় ভারতীয় বাহিনীর গুলিতে চার সন্ত্রাসীও প্রাণ হারায়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ১৫ জঙ্গির একটি দল লচ্ছিপোড়া সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। সে সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছেন। অভিযানের সময় প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেক জঙ্গি আত্মগোপন করে আছেন। কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তুঙ্গে উঠেছে। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। কাশ্মীরের সেনা সদর দফতরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

সর্বশেষ খবর