বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সবার ক্রয় ক্ষমতায় নিতে হবে স্বাস্থ্য সেবা

নিজস্ব প্রতিবেদক

সবার ক্রয় ক্ষমতায় নিতে হবে স্বাস্থ্য সেবা

স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উচ্চপদস্থ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জাতিসংঘে পেশ করা হয়েছে। কমিশনের সহকারী চেয়ারম্যান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল ওই প্রতিবেদন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে তার সদর দফতরে পেশ করেন। প্রতিবেদন পেশকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল ঢাকার ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২ মার্চ জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওই কমিশন গঠনের ঘোষণা দেন। প্রতিবেদনের বিশেষ অংশে সামাজিক ব্যবসার মাধ্যমে প্রচলিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পৃথিবীর চরম দরিদ্র মানুষগুলোকে কীভাবে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা যায় এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ চান। চূড়ান্ত প্রতিবেদনে তার পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়। পরামর্শে প্রফেসর মুহাম্মদ ইউনূস তার যুক্তি তুলে ধরে বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তার সমাধানে সেবার মাধ্যমগুলোকে আরও বেশি টেকসই এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আওতায় আনতে হবে। এ ছাড়া এসব সেবা বিশ্বের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। গুরুত্ব দিতে হবে সামাজিক ব্যবসা উদ্যোগের ব্যাপক প্রসারে এবং সব ধরনের অস্বাস্থ্যকর খাবার এবং পানীয়সমূহ বর্জন করতে হবে।

সর্বশেষ খবর