বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শান্তির জন্য আন্দোলনে সংঘাত থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক

শান্তির জন্য আন্দোলনে সংঘাত থেকে রক্ষা

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, যুদ্ধের বিরুদ্ধে শান্তির জন্য আন্দোলন মানব সভ্যতাকে ভয়াবহ সংঘাত থেকে রক্ষা করতে পারে। তাই ক্ষুদ্র শক্তি দিয়েই শান্তির পক্ষে কাজ করতে হবে। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ এর আয়োজন করে। ড. আনিসুজ্জামান আরও বলেন, গত ২৫ বছর ধরে দেখে আসছি পৃথিবীতে যুদ্ধ-সংঘাত-সন্ত্রাস শেষ হয়নি। শরণার্থীদের মানবিক সমস্যা মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়ে ইউরোপে গিয়ে পৌঁছেছে। কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী শান্তির জন্য উদগ্রীব হয়ে আছে। যুদ্ধের বিরুদ্ধে শান্তি আন্দোলন মানব সভ্যতাকে ভয়াবহ সংকট, সংঘাত থেকে রক্ষা করবে। যুদ্ধের বিরুদ্ধে শান্তির জন্য আন্দোলন কোনো রাজনৈতিক কথা নয়। সবার অংশগ্রহণ ও ব্যাপক প্রচারণার মাধ্যমে শান্তির পক্ষে আন্দোলন জোরদার করতে হবে। সবাইকে এ আন্দোলনে শরিক হতে হবে।  আয়োজক সংগঠনের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ এতে বক্তব্য দেন।

সর্বশেষ খবর