শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইসি নিয়ে অহেতুক বিতর্ক নয়

----------আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন নিয়ে অহেতুক বিতর্ক তৈরি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি যে নির্বাচন কমিশন গঠন করবেন সেটাই হবে সবার কাছে গ্রহণ যোগ্য। আমরা যদি সব প্রতিষ্ঠানকেই বিতর্কিত করি তাহলে দেশে গণতন্ত্র থাকবে না, আইন থাকবে না। আমরা যদি হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করি— তাহলে কোথায় যাব। আইন থাকবে না, গণতন্ত্রও থাকবে না। আসুন সবাই এসব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক রাখি। দেশের মানুষের সর্বোচ্চ অর্জন হলো— এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের ঊর্ধ্বে রাখা। আশা করি, আমরা এসব প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের ঊর্ধ্বে রাখব এবং সম্মান দেখাব।

জাতিসংঘ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিন ২৬ সেপ্টেম্বর গণঅভ্যর্থনা কর্মসূচি সফল করতে ঢাকা ও আশপাশের জেলা-উপজেলার আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় এমপিদের নিয়ে বৈঠক করেন সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফ বলেন, নারীর ক্ষমতায়নে অবদানের জন্য শেখ হাসিনা জাতিসংঘে দুটি পুরস্কার পেয়েছেন। শেখ হাসিনা যেখানেই যান সেখানে পরিবর্তন আসে। তিনি নারী, শিশু, বিশ্ব শান্তি ও খাদ্যসহ জাতিসংঘের বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখেন। আমাদের প্রধানমন্ত্রীই এখন বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিত্ব করছেন। আজকে আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জানে না এমন কোনো লোক নেই। তিনি যে বিষয় উত্থাপন করেন তা কেউ সহজে ফেলতে পারেন না। কারণ ওনার যে যুক্তি তা কেউ খণ্ডন করতে পারেন না। সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যৌথসভায় মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, বি এম মোজাম্মেল হক, আবদুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন নাহার লাইলী, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুরসহ ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর