শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আজিমপুরে জঙ্গি আস্তানা

কিশোর রাসেলের স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক

আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার কিশোর রাসেল (১৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ আহসান হাবীবের খাস কামড়ায় এ জবানবন্দি দেয়। তবে জবানবন্দিতে কিশোর রাসেল কী বলেছে তা জানা যায়নি।

ঢাকা মহানগরের অপরাধ তথ্য ও প্রসিকিউশনের উপ-কমিশনার এবং আদালত  পুলিশপ্রধান আনিসুর রহমান সাংবাদিকদের জানান, ১৬৪ ধারায় কিশোর রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক রুহুল আমীন। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করেন। এ কারণে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ সুপার আহসানুল হক কিশোর রাসেলকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। জানা গেছে, ১০ সেপ্টেম্বর লালবাগ থানার ২০৯/৫ লালবাগ রোডের পঞ্চমতলার ওই বাসায় আসামিরা ভাড়াটে হিসেবে অবস্থান করছিলেন। পুলিশ ওই বাসায় তল্লাশির সময় জঙ্গিরা পুলিশের ওপর গুলি চালায় ও ছুরিকাঘাত করে। সেখানে তানভির কাদেরী ওরফে জামশেদ ওরফে আবদুল করিম (৪০) নামের একজন মারা যান। এ ছাড়া ওই বাসা থেকে আটক তিন নারী জঙ্গি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারাও এ মামলার আসামি।

এ ঘটনায় লালবাগ থানায় ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

সর্বশেষ খবর