শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাসকিন-সানির বোলিং বৈধ

ক্রীড়া প্রতিবেদক

তাসকিন-সানির বোলিং বৈধ

অবশেষে শঙ্কার কালো মেঘ কেটে গেল। দুই বোলার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি বোলিং  করতে বাংলাদেশি দুই বোলারের আর কোনো বাধা নেই। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসি। গত টি-২০ বিশ্বকাপের সময় নেদারল্যান্ডসের বিরুদ্ধে বোলিং করার সময় দুই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাঠের দুই আম্পায়ার। তারপর চেন্নাইয়ের গবেষণাগারে পরীক্ষায় দুই বোলার অকৃতকার্য হওয়ায় সাময়িকভাবে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন দুই বোলার। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় দলে ঢুকে যান তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে প্রথম ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলটি এখন হয়ে গেল ১৪ সদস্যের দল। আগের দিন দল ঘোষণার সময়ই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, তাসকিনের জন্য অপেক্ষা করতেই তারা একজনকে কম রেখে দল ঘোষণা করেছেন। তবে আরাফাত সানি মুক্ত হলেও আফগানদের বিরুদ্ধে জাতীয় দলে তার জায়গা হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর