শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পথ হারিয়ে জাসদের নামে নতুন দোকান

প্রতিদিন ডেস্ক

পথ হারিয়ে জাসদের নামে নতুন দোকান

বিভক্ত জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, সমাজতান্ত্রিক দল জাসদ বিভক্ত নয়। যারা সঠিক রাজনীতির পথ হারিয়েছেন, তারাই আজ জাসদের নামে নতুন দোকান খোলা রেখেছেন।’ নিউইয়র্কে বুধবার প্রবাসীদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর এনআরবি নিউজের। জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি  মো. মহসীন। শরীফ কামরুজ্জামান হীরার উপস্থাপনায় অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, বাংলাদেশ ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সমীর রায়। স্বাগত বক্তব্য দেন রাজনীতিক-প্রবাসী মুন্সী আহাদ জামান। নড়াইলবাসীর নানা দাবির পরিপ্রেক্ষিতে শরীফ নূরুল আম্বিয়া বলেন, নড়াইলবাসী হিসেবে আমরা বিভ্রান্ত। আমরা এখনো জাতীয় কোনো নেতা নির্বাচন করতে পারিনি। আমরা ব্যস্ত স্থানীয় নেতা নির্বাচনে। আর পিছিয়ে আছি আমরা এ কারণেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ হতে হবে। নিজের দলকে ক্ষমতাসীন ১৪ দলের শরিক দল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বপ্ন দেখাতে শুরু করেছেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার পথে। ধীরে ধীরে মানুষ তার কথা বিশ্বাসও করতে শুরু করেছে। তবে সব স্বপ্ন যে বাস্তব হবে, সেটাও ঠিক নয়। এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সবাইকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আমি বিশ্বাস করি, এটা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতিকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন যুদ্ধাপরাধীদের বিচার। কমরেড বিমল বিশ্বাস বলেন, আমি এখনো মনে করি মার্কসবাদ-লেনিনবাদ মানব মুক্তির উপায়। এটা কোনো কল্পকাহিনী নয়।

সর্বশেষ খবর