শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান

নিজস্ব প্রতিবেদক

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, বর্তমানে হিন্দু সম্প্রদায়ের মানুষ এ দেশে সবচেয়ে নিরাপদে আছে। সারা পৃথিবী যেখানে জঙ্গিবাদের কারণে আতঙ্কগ্রস্ত, সেখানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা উৎসব হিন্দু-মুসলমান মিলেমিশে উপভোগ করে। বর্তমানে যে কোনো সময়ের চেয়ে এদেশের হিন্দুরা অনেক বেশি নিরাপদ। গতকাল বিকালে রাজধানীর টিকাটুলীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ঢাকা-৬ আসনের ৬৬টি পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী ফিরোজ বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হলেও এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বিরাজ করে তা উল্লেখযোগ্য। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তাদের কাছের বন্ধু ভাবি। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ হিন্দু জীবন বিলিয়ে দিয়েছেন। সভায় আরও বক্তব্য রাখেন জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জামাল রানা, আওয়ামী লীগের মহানগর নেতা হাজী আবু সাঈদ, চৌধুরী আশিকুর রহমান, গাজী আবু সাঈদ, হাজী আবুল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাশিদা পারভিন, মহানগর জাপা নেতা খুরশিদ নোমানী, নাসির খান, তরুণ বসু, আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ খবর