সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুইপারের ইনজেকশনে রোগীর মৃত্যুতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সুইপারের ইনজেকশনে  রোগীর মৃত্যুতে ক্ষোভ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুইপারের ইনজেকশনে এক রোগীর মৃত্যুর ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতস্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। সরকারি হাসপাতালগুলোতে চলমান নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ঢাকা মেডিকেলে এক রোগী ভর্তি হলেন। কিন্তু ডাক্তার চিকিৎসা দেওয়ার আগেই হাসপাতালের সুইপার তাকে ইনজেকশন দিল। পরে তিনি মারা গেলেন। এটা আমরা কল্পনাও করতে পারি না। তিনি প্রশ্ন রেখে বলেন, হাসপাতালের পরিচালক কী করেন? মহাপরিচালক কী করেন? তিনি বলেন, হাসপাতালে এ ধরনের নৈরাজ্য চলতে পারে না। হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসা করবেন। তার পরিবর্তে যদি কোনো অক্ষরজ্ঞানহীন ব্যক্তি চিকিৎসা দেয়, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। তিনি বলেন, সংসদ সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। এতে সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে- কেন এ ধরনের ঘটনা ঘটে তা বের করতে হবে। এখানে পরিচালক, ডিজিও দায়ী। অর্থাৎ হাসপাতালগুলোতে দায়িত্বে যারা আছেন তাদেরই এ দায়ভার গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর