সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রথম বিতর্ক নিয়ে চাপে হিলারি ও ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

প্রথম বিতর্ক নিয়ে চাপে হিলারি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাস দেড়েক বাকি। আগামী ৮ নভেম্বর সেই মহেন্দ্রক্ষণ। তবে এই নির্বাচনের আগে নির্বাচনের চেয়ে প্রার্থীকেই নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আর সে ক্ষেত্রে রসদ যুগিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে দুই প্রধান প্রার্থী রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন আজ (স্থানীয় সময় সোমবার রাত ৯টা, বাংলাদেশ সময় কাল সকাল ৭টা) প্রথম মুখোমুখি বিতর্কে বসছেন। এই প্রথম বিতর্ক নিয়ে নানারকম জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কাকে হারিয়ে কে জিতবেন? এমন প্রশ্ন নাগরিকদের মুখে মুখে। নিউইয়র্কের হেম্পস্টেড শহরের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মধ্যে প্রথম বিতর্ক হবে। ৯০ মিনিটের এ বিতর্ক যুক্তরাষ্ট্রের অধিকাংশ টেলিভিশন চ্যানেলই সরাসরি সম্প্রচার করবে। আর এই বিতর্ক সঞ্চালনা করবেন দেশটির টিভি চ্যানেল এনবিসির উপস্থাপক লেস্টার হল্ট। প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কের ৯০ মিনিট সময়কে প্রায় ১৫ মিনিট করে ছয়টি ভাগ করা হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য বিতার্কিকরা দুই মিনিট করে সময় পাবেন। অবশ্য এক সপ্তাহ আগেই অবশ্য বিতর্কের বিষয়বস্তু ঘোষণা করা হয়েছে, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের পরিকল্পনা এবং নিরাপত্তার জোরদারের বিষয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কে হারাতে নিজের আক্রমণের পরিকল্পনা যাচাই করছেন হিলারি ক্লিনটন। অন্যদিকে, বিতর্কের প্রস্তুতির গতানুগতিক পদ্ধতি অনেকটাই বাদ দিয়েছেন ট্রাম্প। তবে হিলারির আগের বিতর্কের সবচেয়ে ভালো ও খারাপ মুহূর্তের ভিডিও দেখে তাকে আক্রমণের পথ খুঁজছেন নিউইয়র্কের এই ধনকুবের। ধারণা করা হচ্ছে, হিলারি ও ট্রাম্পের প্রথম বিতর্কটি হতে যাচ্ছে ১৯৮০ সালের কার্টার ও রিগানের পর মার্কিন টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা কোনো বিতর্ক। বিশ্লেষকদের মতে, বিতর্কের মধ্য দিয়েই হিলারি ও ট্রাম্পের শক্তিমত্তা ও দুর্বলতা উভয়ই প্রকাশ পাবে। হিলারির প্রচার ও উপদেষ্টাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিতর্কে ট্রাম্প মিথ্যা বলছে, এমন প্রমাণ তাকে হারানোর জন্য যথেষ্ট নয়।

সর্বশেষ খবর