Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৪
বান কি মুনের শেষ বৈঠকে ইউনূস
নিজস্ব প্রতিবেদক
বান কি মুনের শেষ বৈঠকে ইউনূস

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের শেষ বৈঠকে অংশ নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২৩ সেপ্টেম্বর ‘এসডিজি এডভোকেটস’ সভা উপলক্ষে জাতিসংঘের বিদায়ী মহাসচিবের সঙ্গে তার সদর দফতরে এ বৈঠক হয়। গতকাল ঢাকার ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতিসংঘের মহাসচিব হিসেবে বান কি মুনের ছিল এটি শেষ বৈঠক। এ সময় প্রফেসর ইউনূস বান কি মুনকে জাতিসংঘের পদ থেকে অবসরের পরেও বিশ্বের নেতৃত্বে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বান কি মুনকে ধন্যবাদ জানিয়ে আরও জানান, তিনি সঠিক সময়ে পৃথিবীকে বদলে দিতে সঠিক নির্দেশনা দিতে পেরেছেন। এ জন্য তার বিদায়ের পরে জাতিসংঘ এবং বিশ্ববাসী তার  অভাব অনুভব করবে। অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও এসডিজি নির্দেশনা জাতিসংঘের মাধ্যমে পরিচালিত করে বিশ্বব্যাপী ঐকমত্য গড়ে তুলতে পৃথিবীর ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এসডিজি এডভোকেটসরা প্যারিসে জলবায়ু চুক্তির জন্য বান কি মুনকে অভিনন্দন জানান এবং এটিকে তারা মানব ইতিহাসের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করেন। উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অর্জনের প্রচারণায় জাতিসংঘের মহাসচিবকে সহযোগিতা করার জন্য বিশ্বের বিখ্যাত ১৭ জন ব্যক্তির সমন্বয়ে গঠিত  ‘এসডিজি এডভোকেটস’ যাত্রা শুরু করে, যার মধ্যে প্রফেসর ইউনূস একজন।

এই পাতার আরো খবর
up-arrow