সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এ সরকারের অধীনে নির্বাচন চায় না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

এ সরকারের অধীনে নির্বাচন চায় না বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শুধু মধ্যবর্তী নির্বাচনই নয়, এই আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচনও চায় না বিএনপি। কেননা ২০১৪ সালের ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ। তাদের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয় বরং অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনও সম্ভব নয়। গতকাল বেলা ১১টায় রাজধানীর  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না’—বক্তব্য প্রসঙ্গে শামছুজ্জামান দুদু বলেন, সরকারদলীয় ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি নয়, বরং জনগণের দ্বারা নির্বাচিত সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। ‘দেশে রাজনৈতিক পরিবেশ ভালো, বিরোধী দল মিটিং-মিছিল এবং র‌্যালি ও সমাবেশ করার সুযোগ পাচ্ছে’—ভয়েজ অব আমেরিকাকে প্রধানমন্ত্রীর দেওয়া এই সাক্ষাৎকারের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কোনো সত্যতা নেই। বিএনপি একেবারেই সভা-সমাবেশ-মিছিল করতে পারে না। ঘরের মধ্যে সীমাবদ্ধ জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য মাঝে-মধ্যে অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ খবর