মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্লিজ গণতন্ত্র ফিরিয়ে দিন

নিজস্ব প্রতিবেদক

প্লিজ গণতন্ত্র ফিরিয়ে দিন

এমাজউদ্দীন আহমদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, অনেক ভালো কাজ করেছেন, আর একটি কাজ করুন। ‘প্লিজ’ হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিন।

গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা মেজর (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতউল্লাহ, কে এম রকিবুল ইসলাম রিপন, মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন। ড. এমাজউদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর এই মুহূর্তে একটি কাজ বাকি, আর তা হলো দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া। আমরা প্রতীক্ষায় রইলাম। বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, সাংবাদিকরা হলেন গণতান্ত্রিক সমাজব্যবস্থার আত্মাস্বরূপ। গণতান্ত্রিক ব্যবস্থার সংরক্ষক। তাদের মুখ বন্ধ রেখে গণতন্ত্র কখনো পূর্ণতা পায়নি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন প্রসঙ্গে এমাজউদ্দীন বলেন, গতবারের মতো সার্চ কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। সরকারের অনুগত কিছু লোককে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে সার্চ কমিটি গঠন করে দেবেন, তা হতে পারে না। সার্চ কমিটি গঠন করতে হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে।

সর্বশেষ খবর