মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ফারুক হত্যা মামলা

এমপি রানার জামিন নাকচ

টাঙ্গাইল প্রতিনিধি

এমপি রানার জামিন নাকচ

বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি সংসদ সদস্য (টাঙ্গাইল-৩) আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেছে আদালত। এমপি রানার আইনজীবীরা টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করলে বিচারক আবুল মনসুর মিয়া উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। সংসদের চলতি অধিবেশনে যোগদানের জন্য রানার জামিনের আবেদন জানানো হয় রবিবার। আদালত গতকাল আবেদনটি নাকচ করে দেয়। আসামিপক্ষে ছিলেন আবদুল বাকি মিয়া, ফায়জুর রহমান, খন্দকার ফায়েকুজ্জামান নাজিব, শফিকুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ আইনজীবী। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মুনিরুল ইসলাম খান। তাকে সহায়তা করেন বাদীপক্ষের আইনজীবী জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ অন্য আইনজীবীরা। চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলায় ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন এমপি রানা। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। ১৯ সেপ্টেম্বর নেওয়া হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে। ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর