মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সব জেলায় যাবে রেল

নিজস্ব প্রতিবেদক

সব জেলায় যাবে রেল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রেল এখন সরকারের প্রাধিকার কর্মসূচিতে রয়েছে। দেশের প্রতিটি জেলায় রেললাইন স্থাপন করে পুরো দেশকে  রেল যোগাযোগের আওতায় আনা হবে। জাতীয় সংসদে গতকাল প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য মোয়াজ্জেম  হোসেন রতনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, যেসব জেলায় রেল লাইন নেই, সেসব জেলায় নতুন রেললাইন স্থাপন করা হবে। আর যেসব জেলায় রেললাইন আছে, সেসব রেললাইন সংস্কার করা হবে।

নারীর ক্ষমতায়ন শুরু করেছেন বঙ্গবন্ধু : মহিলা আসনের সদস্য দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নারীর ক্ষমতায়ন শুরু করেন। এর ধারাবাহিকতায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে আজ বাংলাদেশ ৮ম স্থানে রয়েছে। এ ছাড়া এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় সংসদে সর্বপ্রথম জাতির পিতা নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত করেন। এটাই বাংলাদেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রথম পদক্ষেপ। যার ফলে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রথম সংসদেই নারীরা প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

দারিদ্র্যসীমা ১৩.৫ শতাংশে নামিয়ে আনা হবে : এ কে এম রহমতুল্লাহর (ঢাকা-১১) এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের দারিদ্র্য নিরসনকল্পে বর্তমান সরকারের মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ‘বাংলাদেশ প্র্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১)’ বাস্তবায়ন করছে। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ২০২১ সাল নাগাদ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসংখ্যা ১৩.৫ শতাংশে নামিয়ে আনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর