বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

ওমানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সব আলো নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশের যুবারা। গ্রুপের আরেক দল ওমানকে নিয়ে বাড়তি ভাবনার কোনো কারণ ছিল না আশরাফুলদের। গতকাল মধ্যপ্রাচ্যের দল ওমানকে নিয়ে ছেলেখেলায় মেতে ১০-০ গোলে বিধ্বস্ত করে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল চাইনিজ তাইপের  বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন আশরাফুলরা। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান থাকায় ফেবারিটের সিটে বসতে পারেননি আশরাফুলরা। কিন্তু ভারতকে ৫-৪ গোলে হারিয়ে জন্ম দেয় বিস্ময়ের এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আশাও জাগিয়ে তোলে। ওমানকে বিধ্বস্ত করার ম্যাচে হ্যাটট্রিক হয়নি একটিও। কিন্তু স্বাগতিক দলের পক্ষে তিনটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম ও মোহাম্মদ মহসিন। দুটি গোল করেছেন ফজলে রাব্বী এবং একটি করে গোল করেছেন এরশাদ হোসেন ও মাহাবুব হোসেন। আশরাফুল হ্যাটট্রিক করেছিলেন ভারত ম্যাচে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ প্রথমার্ধেই সাত গোল করে জয় নিশ্চিত করে নেয়। এরপর দ্বিতীয়ার্ধে দেয় আর তিন গোল। সব মিলিয়ে দুই ম্যাচে বাংলাদেশের গোল সংখ্যা ১৫টি। বিপরীতে গোল খেয়েছে ৪টি। গতকাল ৪ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় স্বাগতিক দল। রাব্বীর বাড়ানো বলে পুশ করে গোল করেন মাহাবুব (১-০)। ৭ মিনিটে ফ্লিকে গোলসংখ্যা দ্বিগুণ করেন এরশাদ (২-০)। ১৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন মহসিন। ১৮ মিনিটে গোল ব্যবধান ৪-০ করেন রাব্বি। ২০ ম্যাচের প্রথম পেনাল্টি কর্নারে গোল করেন আশরাফুল (৫-০)। ২৯ মিনিটে ফ্লিকে স্কোরলাইন ৬-০ করেন মহসিন। চার মিনিট পর প্রথমার্ধের শেষ গোলটি করেন পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আশরাফুল (৭-০)। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন মহসিন ৫৩ মিনিটে (৮-০), ৬১ মিনিটে আশরাফুল নবম (৯-০) এবং ৬৮ মিনিটে ম্যাচের শেষ ও দশম গোল করেন রাব্বী। টুর্নামেন্টে এখন পর্যন্ত আশরাফুলের গোলের সংখ্যা ৭টি। গতকাল অন্য দুই খেলায় পাকিস্তান ১৪-০ গোলে হংকংকে উড়িয়ে পুল ‘বি’ চ্যাম্পিয়ন হয়েছে। চাইনিজ তাইপে ২-২ গোলে চীনের সঙ্গে ড্র করে জায়গা নেয় সেমিফাইনালে।

সর্বশেষ খবর