বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মহিলা দলের নতুন সভাপতি

নিজস্ব প্রতিবেদক

মহিলা দলের নতুন সভাপতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সভাপতি এবং সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের ৫ সদস্যের (আংশিক) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার মহিলা দলের আংশিক কমিটিও অনুমোদন দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে নেতৃত্ব দেন নূরী আরা সাফা ও শিরিন সুলতানা। মহিলা দলের নেতৃত্বে থাকতে এক নেতার এক পদের বিধান যুক্ত হওয়ায় শিরিন সুলতানা কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদকের পদ ছাড়েন। শেষ পর্যন্ত মহিলা দলেও তাকে রাখা হয়নি। ৯০’এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিরিন সুলতানা সক্রিয় ভূমিকা পালন করেন। বিএনপির বিগত আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন তিনি। মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অন্য তিন সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি নূরজাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান এবং এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। ঢাকা মহানগর উত্তর শাখার কমিটিতে পেয়ারা মোস্তফাকে সভাপতি এবং আমেনা  বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া  মেহেরুন  নেছাকে সিনিয়র সহ-সভাপতি,  রোকেয়া বেগম তামান্না ও রাবেয়া আলম যুগ্ম সাধারণ সম্পাদক। আংশিক কমিটি দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ শাখাতেও। রাজিয়া আলিমকে সভাপতি এবং শামসুন নাহার বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া আসমা আফরিন সিনিয়র সহ-সভাপতি এবং সুরাইয়া  বেগম ও রোকেয়া চৌধুরী বেবী যুগ্ম সাধারণ সম্পাদক।

সর্বশেষ খবর