বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জনমত উপেক্ষা করবেন না

নিজস্ব প্রতিবেদক

জনমত উপেক্ষা করবেন না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই সরকারের উদ্দেশে বলেছেন, বৃহত্তর জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করে শিক্ষানীতি ও শিক্ষা আইন চূড়ান্ত করার চেষ্টা কল্যাণকর হবে না। এ দেশের ওলামা-মাশায়েখ, ইসলামী নেতৃবৃন্দ ও সর্বোপরি মুসলমানদের সেন্টিমেন্টবিরোধী বর্তমান শিক্ষানীতি, শিক্ষা আইন ও বিতর্কিত সিলেবাস বাতিল  করতেই হবে। গতকাল রাজধানীর সোনারগাঁ হাইস্কুল মাঠে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে স্থানীয় ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিবরা বক্তব্য রাখেন। পীর চরমোনাই বলেন, সাধারণ বিষয়ের একই পাঠ্যবই মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে পড়ানো হলে হাজার বছরের ঐতিহ্যে লালিত মাদ্রাসা শিক্ষা তার স্বাতন্ত্র্যতা হারাবে। অর্থাৎ স্কুল ও মাদ্রাসা শিক্ষার মধ্যে শুধু নামের পার্থক্য ছাড়া আর কিছুই থাকবে না। বর্তমানে মাদ্রাসা শিক্ষার সব আবশ্যিক বই তার স্বকীয়তা ও মান বজায় রেখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত হয়ে থাকে।

সর্বশেষ খবর