বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
পাকিস্তানে সার্ক সম্মেলন

যাচ্ছে না বাংলাদেশ ভারতসহ চার দেশ

কূটনৈতিক প্রতিবেদক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্কে টানাপড়েনের জেরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে যাবে না ভারত। বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও ওই সম্মেলনে যোগ দিচ্ছে না। ফলে ৯ ও ১০ নভেম্বর ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকাশ স্বরূপ গতকাল তার দফতরে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি উল্লেখ করা হয়েছে। সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে গতকাল বাংলাদেশের এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিকাশ স্বরূপ তার টুইটে লিখেছেন, আঞ্চলিক সহযোগিতা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন থেকে সরে দাঁড়াল ভারত। সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট জাতির আঞ্চলিক জোটের কোনো সদস্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান না গেলে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আফগানিস্তান, ভুটান ও বাংলাদেশও সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর