বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত বাণিজ্যে বাধা আমলাতন্ত্র

—মির্জ্জা আজিজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত বাণিজ্যে বাধা আমলাতন্ত্র

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে আমলাতান্ত্রিক মনস্তত্ত্ব বড় বাধা হিসেবে কাজ করছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ-উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রবীণ এই অর্থনীতিবিদ আরও বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কোন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ক দেশগুলোর মধ্যে অভিন্ন বা একই মুদ্রা ব্যবস্থা চালুর বিষয়ে ভেবে দেখা যেতে পারে।

গতকাল  রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ইংরেজি দৈনিক ‘দি এশিয়ান এইজ’ আয়োজিত ‘ভারত ও বাংলাদেশে বহুমুখী স্থিতিশীল প্রবৃদ্ধির গুরুত্ব’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এই অভিমত প্রকাশ করেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অব বিজনেসের শিক্ষক অধ্যাপক ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি আরও বলেন, সম্পর্কোন্নয়নে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে মুদ্রার বিনিময় জরুরি। এ জন্য বাণিজ্যের সঠিক চিত্র তুলে ধরতে হবে। তাই প্রয়োজন ভারতের আরও সহযোগিতা। তিনি মনে করেন, বাংলাদেশে ভারত বড় ধরনের কোর বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই করেনি। তবে বিশ্বের অন্যান্য অনেক দেশে করেছে। বাংলাদেশে আরও বেশি ভারতীয় বিনিয়োগ আসা প্রয়োজন বা উচিত ছিল। অবশ্যই বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য ভারতের বাণিজ্য সহায়তা লাগবে। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ব্যবধান এক ধরনের বাস্তবতা। ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালে মধ্যকার মোটরযান চলাচল চুক্তি পুরোপুরি কার্যকর হবে কিনা, আমি জানি না। তবে সার্ক ও বিমসটেক কার্যকর করা জরুরি। এর মাধ্যমেও আন্তঃআঞ্চলিক সংযোগ বাড়ানো যেতে পারে।

সর্বশেষ খবর