বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেশে আইন আছে সমস্যা প্রয়োগে

—— বিচারপতি খায়রুল হক

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে যে পরিমাণ আইন আছে ইংল্যান্ডেও সেই পরিমাণ আইন আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বলেন, অনেক আইন আমাদের দেশে আছে।  কিন্তু সেগুলো এনফোর্সমেন্ট নেই। প্রয়োগ নিয়েই সমস্যা। এটা খুবই দুঃখজনক সত্যি। এনফোর্সমেন্ট কখনোই হবে না যদি আমরা-আপনারা সচেতন না হই। এবং নিজের অধিকার সম্পর্কে যদি বলতে না শেখেন, তাহলে কখনোই আইন এনফোর্স করা সম্ভব না। খবর বাংলা নিউজ। চট্টগ্রাম প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত এই বিভাগীয় পরামর্শ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন কমিশনের সদস্য এ টি এম ফজলে কবীর, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, চেয়ারম্যান আফরোজা নাহার চৌধুরী, হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া, চুয়েটের অধ্যাপক আশিকুল হক প্রমুখ। এ বি এম খায়রুল হক বলেন, দেশের ১৬ কোটি মানুষ সুষম খাদ্য পাবে এটা সাংবিধানিক অধিকার। সামাজিক নিরাপত্তায় গত অর্থবছরে ১৬ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে সরকার। এ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে প্রায় ২৪ হাজার কোটি টাকা খরচ করা হবে।

সর্বশেষ খবর