বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
রিজার্ভ চুরি

মায়ার সহায়তা চায় এফবিআই

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে ৮১ মিলিয়ন ডলার সরানোর হোতাদের খুঁজে পেতে ফিলিপিনসের রিজল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগিতোর সহায়তা চেয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে বিশ্বজুড়ে আন্তঃব্যাংক মুদ্রা লেনদেনের মাধ্যম সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে চুরি করা রিজার্ভের ওই অর্থ ছাড় হওয়ার সময় রিজল ব্যাংকের মাকাতি শহরের ওই শাখার ব্যবস্থাপক ছিলেন মায়া সান্তোস দেগিতো। তার আইনজীবী ফার্দিনান্দ তোপাসিওর বরাত দিয়ে গতকাল রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, শাখাটির চারটি অ্যাকাউন্টে যাওয়া ওই অর্থ কে গ্রহণ করে— এসব তথ্যসহ মায়া সান্তোস দেগিতো এ বিষয়ে যা যা জানেন তা বলার জন্য এফবিআই তার সামনে একটি প্রস্তাব দিয়েছে। স্বাক্ষর না হওয়া ওই প্রস্তাবনাপত্রের একটি কপি তোপাসিও রয়টার্সকে দেখিয়েছেন বলে দাবি করা হয় তাদের প্রতিবেদনে। তোপাসিওর বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা রিজল ব্যাংকের পুরনো গ্রাহক ক্যাসিনো মালিক কিম অংয়ের বিষয়ে সব ধরনের তথ্য দেগিতোর কাছ থেকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রস্তাবিত চুক্তিপত্র অনুযায়ী, দেগিতো যেসব তথ্য প্রমাণ দেবেন তা আদালতে তার বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর