শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন ছিল ফাইনাল খেলার, তা পূরণ করেছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে আজ প্রতিপক্ষ সেই ভারত। যাদের কিনা গ্রুপপর্ব ম্যাচে ধরাশায়ী করেছিল আশরাফুলরা। বিকাল ৩টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এটিএন বাংলা সরাসরি ফাইনাল ম্যাচটি সম্প্রচার করবে। গতকাল দুই সেমিফাইনালে বাংলাদেশ ৬-১ গোলে চাইনিজ তাইপে ও ভারত ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে।

এর আগে ২০০১ সালে এই টুর্নামেন্টে অংশ নিলেও বাংলাদেশের স্থান ছিল পঞ্চম। এবার ঘরের মাঠে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। শক্তিশালী ভারত ৫-৪ ও ওমানকে ১০-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে বাংলাদেশ। গতকাল সেমিফাইনালে চাইনিজ তাইপেকে দাঁড়াতে দেয়নি আশরাফুলরা। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে। সত্যি বলতে কি ম্যাচ ঘিরে কোনো উত্তেজনাই ছিল না। বিজয়ী দলের আশরাফুল ৩, রাজু, সজীব ও রাব্বি ১টি করে গোল দেন। চাইনিজ তাইপের সান্ত্বনাসূচক গোলটি করেন চুং। হকিতে এশিয়া কাপের যে কোনো পর্যায়ে প্রথম ফাইনাল খেলছে বাংলাদেশ। ভারতকে হারাতে পারলেই হকির ইতিহাসে বড় ট্রফি উঠবে বাংলাদেশের ঘরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর