শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিন বছরে ৭০ ভাগ এলাকায় এলপিজি

------বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকার আগামী তিন বছরের মধ্যে ৭০ ভাগ এলাকায় এলপিজি পৌঁছাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর এলপিজির ব্যবহার বৃদ্ধি করতে স্রেডাসহ সংশ্লিষ্টদের বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীন রমনায় স্রেডা (টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ) আয়োজিত Improved Cook stove Market facilitation platform : Efforts towards a robust and sustainable market শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ উন্নত হচ্ছে, এর জ্বালানিব্যবস্থাও উন্নত হওয়া প্রয়োজন। সরকারও নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আগামী দিনের ক্লিন জ্বালানি হতে পারে এলপিজি। আর এর বাজারজাতকরণ ও পর্যবেক্ষণ পদ্ধতি পরিচালনা করতে উন্নয়ন সহযোগীরাও এগিয়ে আসতে পারে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার, জিএসিসির আঞ্চলিক পরিচালক অরিজিৎ বসু প্রমুখ।

সর্বশেষ খবর