Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৫
যানজটে অচল হয়ে পড়ে শুক্রবারের রাজধানী
নিজস্ব প্রতিবেদক

গতকাল রাজধানী ছিল যানজটে অচল। বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে বিমানবন্দর পুরো সড়কজুড়ে জনতার ঢল থাকার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে  রাজধানীজুড়ে ব্যাপক শোডাউনের আয়োজন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। গণভবন থেকে বিমানবন্দর পর্যন্ত ছিল জনতার স্রোত। এই কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। শুধু ঢাকা নয় পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বাসে চড়ে নেতা-কর্মীরা আসে। এ বাসগুলো রাখা হয়েছিল বিভিন্ন গলি ও সড়কে। এ কারণে বিমানবন্দরগামী অনেক যাত্রী বিপাকে পড়েন। অনেকে পরে যানজট এড়াতে হেঁটেই প্রবেশ করেন শাহজালালে। এ ছাড়াও বিকালবেলা জরুরি কাজে বের হওয়া মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে টঙ্গী গাজীপুর থেকে আসা যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

এই পাতার আরো খবর
up-arrow