Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৭
মহিউদ্দিন মনজুর হঠাৎ একমঞ্চে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস মিলছে। বিএনপি সমর্থিত সাবেক মেয়র এম মনজুর আলমকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এমনিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মহানগর  শাখার সভাপতি মহিউদ্দিনকে ঘিরে রাজনীতির মাঠে নানা আলোচনার কমতি নেই। তার ওপর গেল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের পর খোদ দলে ও দলের বাইরে প্রবীণ এই রাজনীতিকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। বিশেষ করে চসিক পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে নিকট অতীতে মহিউদ্দিন চৌধুরীকে ঘিরে আলোচনা নতুন মাত্রা পায়। এদিকে, বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক মেয়র এম মনজুর আলম দীর্ঘদিন ধরেই ছিলেন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি মেয়র থাকাকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি হিসেবে তার পূর্ববর্তী এই মেয়রকে বিশেষ মর্যাদা দেন। বিগত চসিক নির্বাচনে মধ্যহ্ন না গড়াতেই হঠাৎ নির্বাচনের মাঠ থেকে পিছু হটা এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি ত্যাগের পরই মনজুরকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। তিনি কি ফের আওয়ামী লীগে যোগ দিচ্ছেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই মহিউদ্দিন চৌধুরীর দিকে দৃষ্টি রাখেন। ইতিমধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে মনজুরের বিশেষ মর্যাদায় স্মরণ করার ঘটনা চট্টগ্রামের রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত ঘটায়। গতকাল সকাল ১০টায় মনজুরকে সঙ্গে নিয়ে মহিউদ্দিন চৌধুরী গুণীজন সংবর্ধনা সভায় এক মঞ্চে ওঠেন মনজুরের পরিচালিত কলেজ মাঠে। দুই সাবেক মেয়রের এ ঐক্য চট্টল রাজনীতিতে কোনো নতুন পরিবর্তনের আভাস কিনা, তা নিয়ে আলোচনার কমতি নেই। অবশ্য এ প্রসঙ্গে দুই নেতার কেউই মুখ খোলেননি।

এই পাতার আরো খবর
up-arrow