শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

রানার্স-আপ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

হলো না স্বপ্ন পূরণ। গড়া হলো না হকির নতুন ইতিহাস। ফাইনালে শেষ মুহূর্তে গোল খেয়ে বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। ২০০১ সালে পঞ্চম হলেও এবার ঘরের মাঠে আশরাফুলরা যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে হকির ইতিহাসে বড় কোনো ট্রফি জেতার সম্ভাবনা জেগে ওঠে। গ্রুপ পর্বে ফেবারিট ভারতকে ৫-৪ গোলে হারিয়ে শুভ সূচনা  করে যুবারা। পরে ওমানকে ১০-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে ওঠে এবং সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্বপ্নের ফাইনাল। প্রতিপক্ষ ছিল সেই ভারত। পুরো দেশ অপেক্ষায় ছিল কখন আশরাফুলদের হাতে উঠবে স্বপ্নের ট্রফি। না, হলো না ঐতিহাসিক বিজয়। গ্রুপ পর্বে ম্যাচ হারলেও ফাইনালে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রোমানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গ্যালারিজুড়ে তখন উল্লাস দেখে কে। কিন্তু ২ মিনিট পরই সমতায় ফেরে ভারত। শিবম আনন্দ বুদ্ধিমত্তার সঙ্গে জালে বল পাঠান। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও উল্লাস। সবুজ ব্যবধান গড়েন ২-১। ৩৪ মিনিটে ভারতের পক্ষে সমতা ফেরান হার্দিক সিং। পরে কাজংবাম সিংহের গোলে ভারত এগিয়ে যায়। আশরাফুল সমতা ফেরায় বাংলাদেশের পক্ষে। ৬২ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত। ২ মিনিট পর সমতা। ৪-৪ গোলে নির্ধারিত সময় শেষ হতে চলেছে— দর্শকরা ধরেই নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে ম্যাচ শেষ হওয়ার ৩ সেকেন্ড আগে ভারত পঞ্চম গোল করে শিরোপার উৎসবে মেতে ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর