শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ বিএনপি জনগণের স্বার্থ দেখে না

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ বিএনপি জনগণের স্বার্থ দেখে না

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি জনগণের স্বার্থ চিন্তা করে না। এরা ব্যক্তি ও দল চিন্তা নিয়ে ব্যস্ত। দুই দলই জনগণকে শুধু ধোঁকা দিয়ে গেছে। এর বিপরীতে এ দেশের মেহনতি-গরিব মানুষের মুক্তির জন্য সব বামপন্থি শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির ঢাকা কমিটির একাদশ সম্মেলনের উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন। সেলিম বলেন, কমিউনিস্ট পার্টি শ্রমজীবী মানুষের পার্টি। দেশের ৯০ ভাগ শ্রমজীবী-মেহনতি মানুষকে সরকার, বঙ্গভবন দখল করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চার মূলনীতি অবিকল পুনঃপ্রতিষ্ঠা করা হয়নি। তিনি বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বামপন্থিদের ঐক্যবদ্ধ হতে হবে। লুটেরা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সিপিবি ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, আহসান হাবিব লাভলু, আশরাফ হোসেন আশু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জাহিদ হোসেন খান। পরে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর