রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইউনূসের প্রশংসায় কানাডার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইউনূসের প্রশংসায় কানাডার প্রধানমন্ত্রী

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে টুইট বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার এক টুইট বার্তায় ট্রুডো উল্লেখ করেন, ‘দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন প্রফেসর ইউনূস। অটোয়ায় ‘ওয়ান ইয়ং বিশ্ব সম্মেলনে’ অংশগ্রহণকারীরা ভাগ্যবান তার কাছ থেকে এ বিষয়ে জানতে পেরে।’ ঢাকার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকালে কানাডার অটোয়ায় পার্লামেন্ট হিলে অনুষ্ঠিত যুব বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী। এর পরই তিনি টুইটে ইউনূসকে নিয়ে এমন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অংশগ্রহণকারী তরুণদের উদ্দেশে তিনি বলেন, তাদের হাতের মুঠোয় যে পৃথিবীটা আছে তাকে যেন তারা তাদের স্বপ্নের পৃথিবী হিসেবে গড়ে তুলতে পারেন। ইউনূস বলেন, তিনি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখছেন যেখানে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নেমে আসবে। এ তিনটি বিষয় অর্জন করতে হলে তারুণ্য, তথ্যপ্রযুক্তি ও সামাজিক ব্যবসার শক্তিকে বড় ধরনের শক্তি মনে করেন প্রফেসর ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। মূল বক্তা ছিলেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ও জলবায়ু অ্যাকটিভিস্ট মেরি রবিনসন এবং দারিদ্র্য নিয়ে কাজ করা সংগীতজ্ঞ বব গেলডফ।

সর্বশেষ খবর