সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

টাইগাররা এবার ইংল্যান্ড মিশনে

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দারুণ বোলিং করার পুরস্কার পেলেন মোশাররফ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এক ম্যাচ খেলে তিনি মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এর ফলে ইংল্যান্ড সিরিজেও প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে স্থান পেয়েছেন তিনি। গতকাল এক বিজ্ঞপ্তিতে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে স্থান পেয়েছেন পেস বোলার আল আমিন হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে না রাখার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিল। তবে আল আমিনকে খুব বেশি অপেক্ষা করতে হলো না। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেই ফিরলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দলে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বাদ পড়েছেন। তার পরিবর্তেই দলে ঠাঁই পেয়েছেন আল আমিন। দলে পরিবর্তন বলতে এই একটিই। আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন শফিউল ইসলাম। একটি উইকেটও নিয়েছিলেন। তিনিও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দলে আছেন। পুরো সিরিজ মাঠের বাইরে বসে থাকা নাসির হোসেনও ধরে রেখেছেন জায়গা। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে ৭ ও ৯ অক্টোবর। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আল আমিন, তাসকিন আহমেদ।

সর্বশেষ খবর