সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সার্ক অকার্যকর করার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সার্ক অকার্যকর করার চেষ্টা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে অকার্যকর করার চিন্তাভাবনা চলছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্কের অবনতি হবে, যা সুফল বয়ে আনবে না। ১৯তম সার্ক সম্মেলন স্থগিত করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় এ সম্মেলন হওয়ার কথা ছিল। গতকাল জাতীয় প্রেসক্লাবে বীর উত্তম জিয়াউর রহমান শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের মৃত্যুতে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ বলেন, ভারতের আচার-আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, কাশ্মীরের মালিক কাশ্মীরের জনগণ। কাশ্মীর ভারত বা পাকিস্তান কারোর নয়। আর কাশ্মীরের জনগণ অন্য কিছু চায় না, শুধু বেঁচে থাকার জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়।

সর্বশেষ খবর