সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি গোড়া থেকে নির্মূল দরকার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জঙ্গি গোড়া থেকে নির্মূল দরকার

জঙ্গিবাদের মূলোৎপাটন করতে না পারলে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে গতকাল সকালে জাতীয় জাদুঘরের সামনে সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এতে আরও বক্তব্য রাখেন বুড়িগঙ্গা বাঁচাও  আন্দোলনের সদস্য সচিব মিহির বিশ্বাস, সাংবাদিক সুভাষ সিংহ রায়, আওয়ামী লীগ নেতা আবুল হাসান, সেলিম উদ্দিন, জুবায়ের হোসাইন প্রমুখ। বদিউল আলম বলেন, জঙ্গিবাদসহ আমরা যেসব সহিংসতা দেখছি তা সমাজের রোগের উপসর্গ। এই রোগের গভীরে নানা কারণ রয়েছে। এর মূল কারণ চিহ্নিত করে চিকিৎসা না করলে এসব সহিংসতা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তিনি বলেন, মহাত্মা গান্ধী অহিংসতা ও শান্তির কথা বলেছেন। তার নীতিতে চললে সমাজে শান্তি ফিরে আসবে, অন্ধকার দূর হবে। জঙ্গিবাদের মতো সমাজের নানা রোগ থেকে মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ খবর