Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:০৭
বাংলাদেশে আসছেন পোপ
কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশে আসছেন পোপ

বাংলাদেশ সফরে আসবেন খ্রিস্টধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। নির্ধারিত দিন-ক্ষণ ঠিক না হলেও আগামী বছর তিনি ঢাকায় পা রাখবেন বলে জানা গেছে। পোপ ফ্রান্সিস জানিয়েছেন, তার আফ্রিকা, ভারত ও বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছে। রবিবার আজারবাইজানে যাওয়ার সময় বিমানে বসে যাত্রীদের তিনি এ পরিকল্পনার কথা জানান। পোপ বরাবরই বিমানযাত্রার সময়  যাত্রীদের সঙ্গে এ ধরনের মতবিনিময় করে থাকেন। পোপ আরও জানান, এখনো সফরের সময়সূচি নির্ধারণ না হলেও তিনি আগামী বছরের যে কোনো সময় বাংলাদেশ সফরে আসবেন, এটি নিশ্চিত। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আবহাওয়া, সময় ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই পোপের আগমনের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow