শিরোনাম
বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইংল্যান্ড মিশনে সতর্ক টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটি ছিল বাংলাদেশের জন্য অনেকটা প্রস্তুতি সিরিজ। দীর্ঘ ১১ মাস পর ওয়ানডে খেলতে নামায় সিরিজে প্রথম দুই ম্যাচে সুবিধা করতে পারেনি টাইগাররা। কিন্তু তৃতীয় ম্যাচে স্বরূপে দেখা গেছে মাশরাফিদের। তবে বাংলাদেশ দলের পরীক্ষা হবে আগামীকাল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ। মাশরাফিরা আফগান সিরিজের  চেয়েও অনেক বেশি সতর্ক। অনেক বেশি আত্মবিশ্বাসীও। ইংল্যান্ড হচ্ছে বাংলাদেশের মধুর প্রতিপক্ষ। পরপর দুই বিশ্বকাপেই তাদেরকে হারিয়েছে বাংলাদেশ। তা ছাড়া সব শেষ চার ওয়ানডের মধ্যে তিন ম্যাচেই জিতেছে মাশরাফিরা। সব শেষ জয়টি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। এই জয়টি তিন ম্যাচের সিরিজের আগে বাংলাদেশকে অনুপ্রাণিত করছে। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান বিশ্বকাপের সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন, ‘আমরা বিশ্বকাপে তাদের হারিয়েছি সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এই সিরিজের আগে। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ভালো খেলতে পারলে আমরা সিরিজ জিততে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ নিয়ে পুরো দলই আত্মবিশ্বাসী এবং সতর্ক।

সর্বশেষ খবর