বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জাতিসংঘের নতুন মহাসচিব গুটারেস

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘের নতুন মহাসচিব গুটারেস

জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটারেস। আনুষ্ঠানিক ভোটাভুটির পরে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হন গুটারেস। এর ফলে তিনি বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। গতকাল ষষ্ঠবারের মতো আয়োজিত গোপন ভোটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউ গুটারেসের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ না করায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন কূটনীতিকরা। খবর বিবিসির। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ ১০ জন প্রার্থীর প্রতিজনের জন্য গোপন ভোট প্রদান করে থাকে। এর মাধ্যমে তাদের প্রতি আগ্রহী, অনাগ্রহী বা কোনো মন্তব্য নয় এমন তিনটি পছন্দের যে কোনো একটিকে বেছে নেয় তারা। গুটারেস ১৩টি আগ্রহী ভোট পান এবং কোনো মন্তব্য নয় এমন ২টি ভোট পান। জাতিসংঘে রাশিয়ার অ্যাম্বাসাডর ভিটালি চার্কিন সাংবাদিকদের বলেন, ‘আজ (গতকাল) আমাদের ষষ্ঠ নির্বাচনের পরে আমরা স্পষ্টতই এগিয়ে থাকা একজনকে পেয়েছি এবং তার নাম অ্যান্টোনিও গুটারেস।’ এ সময় পরিষদের অন্য ১৪ সদস্য দেশের তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন। ৬৬ বছর বয়সী গুটারেস আগামী বছরের শুরুতেই তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। ১০ বছর জাতিসংঘের মহাসচিব থাকা দক্ষিণ কোরিয়ান বান কি মুনের উত্তরসূরি হবেন তিনি। গুটারেস ১০ বছর জাতিসংঘের শরণার্থী সংস্থাকে নেতৃত্ব দিয়েছেন।

সর্বশেষ খবর