শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেবেন জয়

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেবেন জয়

প্রথমবারের মতো আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপকমিটি রংপুর বিভাগের এক বৈঠকে এ তথ্য জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, রংপুর    জেলার কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যোগ দেবেন সজীব ওয়াজেদ জয়। ইতিমধ্যে রংপুর জেলা থেকে জয়কে কাউন্সিলর করে দফতরে তালিকা পাঠানো হয়েছে। রংপুরের সন্তান হিসেবেই তিনি কাউন্সিলে অংশ নেবেন। পরেংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দফতর উপকমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের, দফতর উপকমিটির সদস্য আবদুল মান্নান, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন প্রমুখ। সিলেটের এম সি কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার বিষয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এই ঘটনায় যে জড়িত ছিল সেই বদরুলকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেশবাসীকে বলতে চাই অপরাধী যেই হোক সে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল কিংবা যুবদল এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। অপরাধী অপরাধীই। অপরাধীদের অন্য পরিচয় থাকতে পারে না। তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে পারে।

সর্বশেষ খবর