শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বলেই যাচ্ছি অ্যাকশন হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

বলেই যাচ্ছি অ্যাকশন হচ্ছে না

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশে কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত ছেলেমেয়েরা মাদকাসক্ত হচ্ছে। ভেজালে দেশ ভরে গেছে। উন্নয়নের সূচকগুলোতে অনেক অর্জন থাকলেও খাবারে ভেজাল তা ম্লান করে দিচ্ছে। আগে মাছের বাজারে, ফলমূলের দোকানে ভনভন করে মাছি উড়ত, ফরমালিনের ভয়ে এখন মাছিও ওড়ে না। বিষ খেয়ে যদি বিষ হজম করতে থাকি, তবে কাকে নিয়ে সোনার বাংলা গড়বেন। হাসপাতালে যান দেখেন কী অবস্থা। জায়গা  নেই। এসব দূর না করে কীভাবে আপনি (প্রধানমন্ত্রী) সোনার বাংলা গড়বেন? এ সময় তিনি সোনার বাংলা গড়তে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। গতকাল দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা বলেন, দেশে এখন কেউ না খেয়ে নেই। উন্নয়নের সূচকও ভালো। কিন্তু উন্নয়নের সূচকগুলোতে অনেক অর্জন থাকলেও খাবারে  ভেজাল তা ম্লান করে দিচ্ছে। সংসদের গত কয়েকটি অধিবেশনে খাবারে ভেজালরোধে ব?্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানোর কথা পুনঃ উল্লেখ করে রওশন সমাপনী ভাষণে বলেন, ‘বলেই যাচ্ছি। বকা রাম বলে যায়, শোনারাম শুনে যায়, কোনো অ্যাকশন হয় না।’ বিরোধীদলীয় নেতা বলেন, মেয়েরা পথেঘাটে মার খাচ্ছে। কী হচ্ছে এগুলো। মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে জন্য কাজ করতে হবে। তিনি সংসদে ‘প্লটবঞ্চিত’ সংসদ সদস্যরা যাতে জমি পান সেদিকে নজর দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘যারা প্লট বরাদ্দ পাননি মাননীয় স্পিকার আপনি দেখবেন তারা যাতে বঞ্চিত না হন। মহিলারা এমনিতেই বঞ্চিত।’ বিরোধীদলীয় নেতা শিক্ষার মানহীনতার সমালোচনা করে বলেন, এখন সমানে জিপিএ দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষার মানোন্নয়ন করতে হবে। রওশন এরশাদ বলেন, যানজটে মানুষ অতিষ্ঠ।

সর্বশেষ খবর