শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রামপাল নিয়ে খোলা চিঠি দেব মোদিকে

নিজস্ব প্রতিবেদক

রামপাল নিয়ে খোলা চিঠি দেব মোদিকে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধ করার জন্য উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি দেবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ১৮ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার কাছে এ চিঠি তুলে দেওয়া হবে। গতকাল সকালে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। এর দুই মাস আগে বিদ্যুৎ প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছিল সংগঠনটি। সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, ‘এবার বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে এ প্রকল্প বাতিলের উদ্যোগ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেওয়া হবে। এজন্য ১৮ অক্টোবর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে আমরা মিছিল করে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের কাছে এ চিঠি হস্তান্তরের কর্মসূচি নিয়েছি।’ তিনি ইউনেসকোর প্রতিবেদনের প্রসঙ্গ তুলে বলেন, ইউনেসকোর সর্বশেষ প্রতিবেদন থেকে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে যে, সরকার যদি আগের মতোই এসব গুরুতর বিষয় উপেক্ষা করে এবং এ প্রকল্প নিয়ে অগ্রসর হয় তাহলে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়ে যাবে। এজন্য সরকারের উচিত হবে একগুঁয়েমি ত্যাগ করে বৈজ্ঞানিক বিশ্লেষণ, বিশেষজ্ঞ মত এবং ক্রমবর্ধমান জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে রামপাল চুক্তি বাতিলসহ সুন্দরবনবিনাশী, বনগ্রাসী সব তত্পরতা বন্ধ করা। অনুষ্ঠানে আরও বলা হয়, রূপপুর পারমাণবিক প্রকল্পের মাধ্যমে দেশকে বড় হুমকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর